ন্যাশনাল ডে অব সার্ভিস উদযাপন
        
        তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের মিলওয়াকি শহরের মুসলিমরা সামাজিক সচেতনতামূলক একটি পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগদান করেছে। ন্যাশনাল ডে অব সার্ভিস উপলক্ষে চলতি সপ্তাহের শুরুতে ‘পরিচ্ছন্ন প্রতিবেশী’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করেছিল ‘ ইসলামিক সোসাইটি অব মিলওয়াকি ’ ও ‘দ্য চার্চ অব জেসাস ক্রিস্ট অব লেটার-ডে সেইন্ট। ’
                সংবাদ: 3472459               প্রকাশের তারিখ            : 2022/09/14